ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে কবুতর পালন করে লাভের মুখ দেখছেন লেবু সরকার

সিরাজগঞ্জের তাড়াশে কবুতর পালন করে লাভের মুখ দেখছেন লেবু সরকার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রচলিত ভাষায় ‘কবুতরকে সুখের পায়রা বলা হয়’। প্রচলিত আছে যে বাড়িতে সাংসারিক সুখ বিরাজ করে সেই বাড়িতেই কবুতর আশ্রয় নিয়ে থাকে। অনেকেই আবার শখের বশে কবুতর পালন করেন। তেমনি এক যুবক তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদার জানি গ্রামের লেবু সরকার। তিনি মাস্টারস পাস করার পর চাকরির পেছনে না ছুটে গ্রামের বাড়িতে গড়ে তোলেন গরুর খামার, মৎস্য চাষ ও শখের কবুতর পালন।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, ৯০ থেকে ১শ’টি কবুতর ঘরের সাথে ঝুলানো খাঁচায় ইচ্ছে মত উড়াউড়ি করছে। কিছু খাবার মাটিতে ছিটিয়ে দেবার সাথে সাথে ঝাঁক ধরে মাটিতে নেমে এসে খাবার খাচ্ছে। নেই তাদের মধ্যে কোন ভয়ভীতি। তাদের খাবার খাওয়ার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।

লেবু সরকার জানান, ২বছর আগে শখের বসে বাজার থেকে ৪টি কবুতর কিনে আনি। ওই কবুতর ২টি অতি সহজে পোষ মানে ও বাড়ি চিনে যায় ২ মাসের মাথায় ৪টি বাচ্চা দেয়। পরবর্তীতে আমি আর ও ১০টি কবুতর কিনে আনি এবং ৬ মাস কোন বাচ্চা বিক্রি করিনি।

আরও পড়ুন

এখন আমার এখানে প্রায় ৯০ থেকে ১শ’টি কবুতর রয়েছে। প্রায় প্রতিটি খোপেই বাচ্চা রয়েছে। লেবু সরকার জানান, নিজের পরিবারের মাংসের চাহিদা মিটিয়ে প্রতি মাসে ১৫ থেকে ১৭ হাজার টাকার কবুতর বিক্রি করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক ওয়াদুদ গ্রেফতার

মেট্রোরেল বাস্তবায়নসহ ৫ দাবিতে নাসিকের সামনে মানববন্ধন

নতুন ধারাবাহিক রূপনগরেও আছেন তানভীর-এমিলা

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী—লালুর এ বক্তব্য ‘সম্পূর্ণ ব্যক্তিগত’

সারিয়াকান্দিতে নৌ-বন্দরসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছিলেন তারেক রহমান : সাবেক এমপি কাজী রফিক

নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন