বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক ওয়াদুদ গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে গত বছরের ৪ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আজ বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন