ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নতুন ধারাবাহিক রূপনগরেও আছেন তানভীর-এমিলা

তানভীর-এমিলা

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই দীপ্ত টিভিতে প্রচার শেষ হয়েছে কায়সার আহমেদ পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এই ধারাবাহিকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী তানভীর মাসুদ ও এমিলা হক। আবার একই চ্যানেলে কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে কায়সার আহমেদ পরিচালিত আরো একটি নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এই ধারাবাহিকেও যথারীতি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানভীর মাসুদ ও এমিলা হক। এমিলা হককে প্রথম পর্বেই ‘রূপনগর’ ধারাবাহিকে দীপ্ত টিভির পর্দায় দেখা গেছে। তানভীর মাসুদকে কয়েকটি পর্ব প্রচারের পর দেখা গেছে। এরইমধ্যে দু’জনের অভিনয়েই দর্শক মুগ্ধ হচ্ছেন। লিটু সাখাওয়াত রচিত ‘রূপনগর’ ধারাবাহিকটি বিশের অধিক কয়েকটি পর্ব প্রচার হয়েছে। দর্শকের কাছে ধারাবাহিকটি বেশ গ্রহনযোগ্যতা পেয়েছে।

তানভীর মাসুদ বলেন,‘ বাংলাদেশের নাট্যাঙ্গনের ভীষণ গুনী এবং প্রচণ্ড বিনয়ী একজন নাট্যনির্মাতা শ্রদ্ধেয় কায়সার আহমেদ ভাই। তিনি যখন যে নতুন নাটক নির্মাণ করেন আমার জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকে। এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালোলাগার। কারণ আমি অতি সাধারণ একজন শিল্পী। তারপরও তিনি আমাকে নিয়ে ভাবেন, আমার চরিত্র নিয়ে ভাবেন-এটা অনেক বড় প্রাপ্তিও বটে। বকুলপুর ধারাবাহিকে অভিনয় করে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। আর রূপনগরতো মাত্র শুরু হলো, এরইমধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ সাড়া পেতে শুরু করেছি। আশা করছি দিন যতো যাবে একের পর এক যতো পর্ব প্রচারে আসবে ততোই দর্শকের ভালোলাগবে।’

এমিলা হক বলেন,‘ এই নাটকে আমি ইভা চরিত্রে অভিনয় করছি। এর আগে কায়সার ভাইয়ের বকুলপুর, অচিনপুর, জাদুনগর ধারাবাহিকেও আমি অভিনয় করেছি। এছাড়াও কায়সার ভাইয়ের নির্দেশনায় বেশকিছু খণ্ড নাটকেও অভিনয় করেছি। সবগুলো নাটকে অভিনয়ের জন্যই আমি দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। আর রূপনগরতো মাত্র প্রচারে এলো। তাও আমি প্রথম পর্ব থেকেই দর্শকের সামনে আছি। গল্পটা একটু একটু করে বেশ জমে উঠছে। দর্শকেরও ভালোলাগছে। আন্তরিক কৃতজ্ঞতা কায়সার ভাইয়ের প্রতি আমাকে আবারো তার নির্দেশিত নাটকে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য।’

আরও পড়ুন

এমিলা হক এফএ সুমনের ‘জাদুরে জাদুরে’ গানে প্রথম মডেল হয়েই বেশ সাড়া ফেলেছিলেন আজ থেকে দশ বছর আগে। ২ ফেব্রুয়ারি জন্ম নেয়া সৈয়দপুরের মেয়ে এমিলা হক ইডেন কলেজের ইতিহাস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

পশ্চিমাঞ্চল রেলে কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম, অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ-ভাসানী সেতুর সংযোগ সড়কের গর্ত যেন মরণ ফাঁদ