২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল শাহজালালের আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৭ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার দুপুরে লাগা আগুন রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নিভে গেছে।
তিনি বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা একে একে ৩৭টি ইউনিট মোতায়েন করি। অক্লান্ত পরিশ্রমের পর শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং রোববার বিকেলে আমরা নির্বাপণ ঘোষণা করি।
তাজুল ইসলাম জানান, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল তা ‘খোপ খোপ’ ভাগ করা ছিল এবং ভেতরে স্টিলের স্ট্রাকচার থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। একতলা থেকে দোতলা পর্যন্ত স্টিলের কাঠামো থাকার কারণে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, যা নেভানোর কাজকে জটিল করে তোলে।
তিনি আরও বলেন, ‘এখানে যদি কোনো অ্যাকটিভ বা প্যাসিভ ডিটেকশন সিস্টেম থাকত—যেমন অগ্নি-সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা—তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। এখন তদন্তের মাধ্যমে বের করতে হবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছিল।’
আরও পড়ুনঘটনাস্থলে ধোঁয়া দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘স্টিল প্রচুর তাপ শোষণ করেছে, এখন তা ধীরে ধীরে নির্গত হচ্ছে। কিছু কমবাসেবল (দাহ্য) উপাদান থাকার কারণে ধোঁয়া দেখা যাচ্ছে, তবে আগুনের শিখা নেই। ভয় পাওয়ার কিছু নেই; আমাদের চারটি ইউনিট এখানেই অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত ধোঁয়া সম্পূর্ণভাবে শেষ না হয়।’
শনিবার দুপুরে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, আনসার, র্যাব, এপিবিএন, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।
এ ঘটনায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগুনে বিপুল পরিমাণ আমদানি করা পণ্যসামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
মন্তব্য করুন