ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় পথচারী বাবলু আলী (৬০) ও ভ্যানচালক এরশাদ আলী (৪০) নামের দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর ও রাত সাড়ে ১২টায় লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর কসাইপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পথচারী বাবলু আলী বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে ও ভ্যানচালক এরশাদ আলী (৪০) লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেল চালক মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নুর আলম ও অজ্ঞাত এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহরকয়া গ্রামের মো. বাবলু আলী (৬০) ছিটকে সড়কে ওপরে পড়ে গুরতর আহত হন। এসময় মোটরসাইকেল চালক নুর আলম ও অজ্ঞাত এক নারীও আহত হন।

পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় বাবলু আলী ও অজ্ঞাত ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর নামক স্থানে রাত ১০টার দিকে পথচারী বাবলু আলীর মৃত্যু হয়।

আরও পড়ুন

অন্যদিকে, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় রাজশাহীগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক এরশাদ আলী রাস্তায় ছিটকে পড়ে ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ছুটে এসে ঘাতক মাইক্রোবাস ও এর চালক মো. হারুন অর রশিদকে আটক করে লালপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

লালপুর থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অপরটির বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আলী আজমত

পাবনার সুজানগরে কীটনাশকের দোকানে সার বিক্রি করায় জরিমানা

বগুড়ার শাজাহানপুরে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতা হুরাইরা গ্রেফতার

অমর একুশে বইমেলা স্থগিত

পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন গাড়ি উল্টে ৩টি গরুর মৃত্যু

দিনাজপুরের বিরল একইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু