ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতা হুরাইরা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতা হুরাইরা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : পলাতক শেখ হাসিনার জন্মদিনে ঝটিকা মিছিলের দায়ে বগুড়ার শাজাহানপুরে আবু হুরাইরা আকন্দ (১৯) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় মিছিলকারীদের ফেলে যাওয়া দু’টি মোটরসাইকেলও পুলিশ জব্দ করে। গ্রেফতারকৃত আবু হুরাইরা উপজেলার শাকপালা উত্তরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়া পৌর ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড কমিটির সভাপতি।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী সমবেত হয়ে ঝটিকা মিছিল বের করে। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বগুড়া-নাটোর সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহাল এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্ততি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় দু’টি মোটরসাইকেল ফেলে রেখে যায়। অভিযানে আবু হুরাইরা আকন্দ নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদি হয়ে আবু হুরাইরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আবু হুরাইরাকে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

দুর্দান্ত শুরুর পরও ১৪৬ রানে অলআউট পাকিস্তান

বিগত ফ্যাসিস্ট সরকারের মত কোনো বিতর্কিত নির্বাচন হতে দেয়া হবে না- লেবু মাওলানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি খননযন্ত্র আটক

দিনাজপুরে চারজনের বিরুদ্ধে মামলা দুদকের