বগুড়ার ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে করতোয়ায় প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন, সাধরণ সম্পাদক ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মান্নাউল আলম, আবুল কালাম আজাদ, মামুনর রশিদ, রায়হান কবির, রেজাউল করিম, সংবর্ধিত সাংবাদিক রফিকুল আলম, ধুনট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, জাহিদুল ইসলাম ও বাবুল ইসলাম।
আরও পড়ুনউল্লেখ্য‘ দৈনিক করতোয়ায় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। পত্রিকার ৫০ বছরে পর্দাপন উপলক্ষে ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের মিলন মেলায় তাকে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন