উপজেলা হাসপাতালে মিষ্টি বিতরণ
বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার অবশেষে রংপুরের মিঠাপুকুরে বদলি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে অবশেষে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডাক্তার এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ প্রদান করেছেন। বগুড়া ডিপুটি সিভিল সার্জন এস এম নূর ই শাদীদ তার বদলীর আদেশ জারীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, ডাক্তার, নার্স, কর্মচারীসহ সাধারণ মানুষের সাথে অসৎ আচরনের প্রতিবাদে তার অপসারণের দাবিতে উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে সিও অফিস বাসষ্ট্যান্ড চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জামায়াত নেতা উমর ফারুকের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাশার, দুপচাঁচিয়া আদমদীঘি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা হেফাজত ইসলাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলার ইউনূছ আলী মহলদার মানিক, আবু বক্কর ছিদ্দিক সহ প্রমূখ।
বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সহ ডাক্তার, নার্স, কর্মচারী ও সাধারণ মানুষদের সাথে অসৎ আচরনের এনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার অপসাণের আল্টিমেটাম দেয়। অন্যথায় হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান। গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে।
আরও পড়ুনপুলিশ হাসপাতালের মূল ফটক বন্ধ করে বেরিকেট দেয়। এ সময় বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে উত্তেজিত হয়ে তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা ঘটনা স্থল ত্যাগ করে চলে যান। সন্ধ্যায় তার বদলির আদেশ সোস্যাল মিডিয়া (ফেইসবুকে) প্রচার হলে এলাকায় আনন্দ উৎসবের সৃষ্টি হয়। সন্ধ্যার পরপরই অন্যায় প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সমাবেত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদ বলেন, ডাঃ শামসুন্নাহার বদলীর মধ্য দিয়ে তাদের প্রায় ১ মাসের অধিক সময়ের আন্দোলন সফল হয়েছে। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করতে থাকে।
মন্তব্য করুন