ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শ্বশুরবাড়ীর পাশের ধানক্ষেত থেকে জামাইয়ের লাশ উদ্ধার

শ্বশুরবাড়ীর পাশের ধানক্ষেত থেকে জামাইয়ের লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সিরাজুল ইসলাম (৪২) নামের অটোচালকের লাশ বাড়ীর পূর্ব পার্শ্বে ধানের জমির নিকট থেকে থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আজ বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছে।

জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের আব্দুল বাছেদের মেয়ে ফাইমার (৩৯) সাথে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মৃত জয়নাল মোন্নার ছেলের সাথে দীর্ঘ ২৪বছর আগে প্রস্তাবের মাধ্যমে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি পুত্র ও একটি সন্তান জন্মগ্রহন করে। কয়েকমাস আগে  সিরাজুল তার নিজের টিনসেট পাকা ঘর-বাড়ী বিক্রি করেন। এরপর, প্রায় ৪মাস আগে ঘর জামাই হিসাবে শ্বশুরবাড়ী এসে বসবাস শুরু করেন এবং সংসার খরচ জোগাড়ে অটোরিক্সা চালাতেন। 

২৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের স্থানীয় বাসিন্দারা ধান ক্ষেতে যাওয়ার সময় সিরাজুলের লাশ তার শ্বশুড় বাড়ীর পূর্ব পার্শ্বে ধানের ক্ষেতের নিকট পড়ে থাকতে দেখে তার শ্বশুর ও বউকে বিষয়টি জানায়। বুধবার সকালে সিরাজুলের মারা যাওয়ার খবর তার ভাই-বোনদেরকেও জানায়। তারা এসে সকালে ৯৯৯ ফোন দিলে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন

 সিরাজুল ইসলামের ভাই-বোনেরা জানায়, তার বউ-শাশুড়ির পরামর্শে তার নিজের টিনসেট পাকা বাড়ী-ঘর বিক্রি করে প্রায় ৪মাস আগে সিরাজুল তার শ্বশুরবাড়ী এসে অটোরিক্সা চালাতেন। সিরাজুলকে সুকৌশলে হত্যা করা হয়েছে বলে তার ভাই বোনেরা দাবী করেন। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্ররণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে সব জানা যাবে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ