ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় আ’লীগ নেতা শফিক শোন এ্যারেস্ট

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় আ’লীগ নেতা শফিক শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার :  বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় কারাবন্দি আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া সদর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে পুনঃ গ্রেফতার (শোন এ্যারেস্ট) দেখিয়ে হাজতি পরোয়ানামুলে কারাগারে প্রেরনের আদেশ দেয়া হয়েছে।

কারাবন্দী আবু সুফিয়ান শফিকের পক্ষে তার আইনজীবী এই মামলায় তাকে পুনঃ গ্রেফতারের জন্য আবেদন করেন। ওই আসামির উপস্থিতিতে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে  ওই আদেশ দেন।

উল্লেখ্য, দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে সময় গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে শহরের ২নং রেল ঘুমটির উত্তর পাশে ঝাউতলায়  ছাত্র জনতার মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীরা গুলি ও ককটেল বিস্ফোরণসহ ধারালো অস্ত্রের আঘাতে ছিলিমপুর দক্ষিণ পাড়ার মাবিয়া বেগমের স্বামী রিপন ফকিরকে গুরুতর আহত করে।

আরও পড়ুন

পরে এ সংবাদ পেয়ে মাবিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে তার স্বামী রিপন ফকিরকে উদ্ধার করে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তিনি পথে তিনি মারা যান। পরে এ ব্যাপারে সাবিয়া বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ফ্যাসিস্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং ওই আসামিসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০৪ জন নেতা কর্মী সহ অজ্ঞাত নামা আরো ২০০/৩০০ জন আসামি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন ভারত, শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের হার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় আ’লীগ নেতা শফিক শোন এ্যারেস্ট

বগুড়ার শাজাহানপুরে তালবীজ রোপনের কাজের উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার অবশেষে রংপুরের মিঠাপুকুরে বদলি

নিজেদের জমিতে প্রবেশাধিকার বঞ্চিত করার অভিযোগ করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হাইব্রিডে মিলছে না স্বাদ, ২৭ প্রজাতির আদি ধান বিলুপ্তির পথে