ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সরে দাঁড়ানোর পর আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন দল চূড়ান্ত করেছে পাকিস্তান। আফগানিস্তানের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশ নেবে জিম্বাবুয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন নিহত হওয়ার জেরে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান। এসিবি এই হামলাকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সিরিজটি বর্জনের ঘোষণা দেয়।

আফগানিস্তানের সরে দাঁড়ানোর পর সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, পিসিবি দ্রুতই জিম্বাবুয়েকে আমন্ত্রণ করে। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে।’

আরও পড়ুন

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজিত হবে। সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল শাহজালালের আগুন

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি