বগুড়ার আদমদীঘিতে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মায়ের ওপর অভিমান করে ইশরাত জাহান ওরফে মার্জিয়া (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি সদর ইউপির দক্ষিণ গনিপুর গ্রামের রেজাউল ইসলাম ওরফে বাবুর মেয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছাত্রী ইশরাত জাহান ওরফে মার্জিয়াকে তার মা বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।
আরও পড়ুনপরে ঝুলন্ত অবস্থায় গ্রামবাসি তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে সে মারা যায়। তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানান, এ ব্যপারে পরিবারের কোন অভিযোগ নেই। পরে পারিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন