ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নিজ বাড়ির আঙিনায় জহুরা বেগম (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে। নিহত জহুরা বেগম উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা মাস্টারপাড়ার রহিদুল হাসানের স্ত্রী।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট বোন জেসমিন আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের উত্তর ডাঙ্গাপাড়ার বজলার রহমানের ছেলে আশিকুর রহমান(৩৮) বিভিন্ন সময় কারণে-অকারণে ঝগড়া ও ভয়-ভীতি প্রদর্শন করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আশিকুর রহমান অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে নিহতের শয়নঘরের টিনে শব্দ ও জহুরা বেগমকে গালাগাল করতে থাকে।

পরে ঘর থেকে বের হয়ে আশিকুরকে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জহুরা বেগমের পেটে ও পাজোরে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। পরে স্বজনরা আহত জহুরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

প্রতিবেশীরা জানায়, ইতোপূর্বে আশিকুর রহমান ও জহুরা বেগমের অবৈধ সম্পর্কের কারণে বিচার হয়েছে। পরে জহুরা বেগম ওই সম্পর্ক থেকে সরে আসলে আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। এ কারণে খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন