ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১২ অক্টোবর দিবাগত রাতে একটি রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের দুটি গ্রুপ দেশীয় অস্ত্র হাতে নিয়ে পৌর শহরে দফায় দফায় হামলা, পাল্টা হামলা চালায় এবং মহড়া দেয়। হামলা-পাল্টা হামলায় পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রেস ক্লাবের সাংগঠনিক ও দপ্তর সম্পাদক এবং দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি বাদল হোসেন শহরের পূর্ব চৌরাস্তায় সেই ঘটনায় আহতদের ছবি ও ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন। সন্ত্রাসীরা তার ওপর হামলা করে মোবাইল ফোন ও গলায় ঝুলানো পত্রিকার আইডি কার্ড কেড়ে নেয়। এর প্রতিবাদে ১৩ অক্টোবর সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাবে প্রতিবাদ সভা হয় এবং সেখান থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন 

আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার নিন্দা

বগুড়ার সোনাতলায় কলা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ‘নিরব’ থাকার আহ্বান সিমন্সের

জুলাই সনদের অঙ্গীকারনামায় যা আছে