লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী এলাকার মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু মান্নান ও সামসুল আলম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন এবং সামসুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনস্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেন। লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন