ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি দোকানঘর থেকে মো. বশির (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকার একটি বন্ধ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবার দাবি করছে, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত মেলেনি। নিহত বশির মাদকাসক্ত ছিল বলে তার পরিবার পুলিশকে নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে দশটার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে একটি রড হাতে নিয়ে বের হয়। পরবর্তীতে আবার ঐ দোকানে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজেও একই দৃশ্য দেখা যায়। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘতের চিন্থ নেই। তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় গলায় ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

ওআইসির উদ্যোগের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা

ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন মাহিয়া মাহি