ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বগুড়ার তালোড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা : গ্রেফতার ৪

ছবি : সংগৃহীত,বগুড়ার তালোড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা : গ্রেফতার ৪

মফস্বল ডেস্ক : বগুড়ায় ডাকাতির সময় বিমলা পোদ্দার (৬৫) নামের এক ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাড়ির  অন্যদেরকে বেধে ঘরের বাক্স থেকে দু'লাখ টাকা লুট করা হয় । নিহত পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। 

জানা গেছে,  ঘটনার  দিন গতকাল  বৃহস্পতিবার  দিবাগত রাত আনুমানিক ২টায় ৭ জনের একদল ডাকাত লালু পোদ্দারের বাড়ির  পিছন দিয়ে  দোতালা  উঠে। এরপর  দোতলার  সিড়ি ঘরের টিন  খুলে ভিতরে প্রবেশ করে।  এরপর ডাকাত  দল পরিবারের সবাইকে কাপড়  দিয়ে বেধে ফেলে ও ঘরে রক্ষিত বাক্সে থাকা দু' লাখ টাকা লুট করে নেয়। এসময় বিমলা পোদ্দারকে শ্বাস রোধ করে হত্যা করে।  

আরও পড়ুন

এঘটনায়, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল হোতা জুয়েল সহ মোট ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে লুট হওয়া ৪৬০০০ (ছয়ল্লিশ হাজার) টাকার মধ্যে ১৩০০০ (তের হাজার) উদ্ধার এবং খুন হওয়া ভিকটিমের মোবাইল সহ অন্য একজন ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত