চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় সেরাজুল ইসলাম(৬৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ধোপপুকুর বাজার এলাকায় সোনামসজিদ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আলহাজ জমাদ্দারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ধোপপুকুর বাজার এলাকায় সোনামসজিদ মহাসড়কে পিছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথা ও পায়ে আঘাত পান সেরাজুল।
আরও পড়ুনস্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। অটোরিকশারও কোন খোঁজ মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন