ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও কয়েকদিন ধরে চলা তীব্র লড়াইয়ের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সামরিক শিবিরে হামলায় নিহত হয়েছে একজন সেনা সদস্য, আহত হয়েছেন আরও ১৩ জন। রয়টার্স বলছে, এক হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়, অন্য দুজন সেখানে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করে পাক বাহিনী।

এর আগে কাবুলে পাকিস্তানের হামলার জেরে তালেবানের পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত দক্ষিণ এশীয় প্রতিবেশীদের তীব্র স্থলযুদ্ধের পর্যায়ে নিয়ে যায়। সংঘাতে এ পর্যন্ত হতাহত হয়েছে উভয় পক্ষের বহু সেনা ও বেসামরিক নাগরিক। 

আরও পড়ুন

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বেশ টানাপড়েন চলছে। ইসলামবাদ কাবুলকে পাকিস্তানে হামলা জোরদারকারী গোষ্ঠীদের লাগাম টেনে ধরার দাবি জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আফগানিস্তান। এরপরই দুই দেশের মধ্যে সর্বশেষ সংঘাত শুরু হয়। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের আশ্রয়স্থলে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার বলেছেন, ‘ধারাবাহিক জঙ্গি হামলার পর আফগানিস্তানের সাথে ধৈর্য হারিয়ে ফেলায় পাকিস্তান প্রতিশোধ নিয়েছে, তবে সংঘাত সমাধানের জন্য আলোচনা করতে ইসলামাবাদ প্রস্তুত।’

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তালেবান এবং পাকিস্তানের সেনাবাহিনীকে আফগানিস্তান সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেয়ার, সীমান্ত উত্তেজনা উসকে দেয়ার অভিযোগ করেছে তারা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই সংঘাত সমাধানে সহায়তা করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার নিন্দা

বগুড়ার সোনাতলায় কলা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ‘নিরব’ থাকার আহ্বান সিমন্সের

জুলাই সনদের অঙ্গীকারনামায় যা আছে

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা খুন