ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা!

প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান কন্যা সুহানা খান। ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। তবে ব্যক্তিগত কারণে বছরজুড়েই খবরের শিরোনাম হন এই তারকা সন্তান। 

গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। বলিপাড়ার বাতাসে এ খবর ভেসে বেড়াচ্ছে। ফের একসঙ্গে দেখা গেল এ জুটিকে। এরপর এ জুটির নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। মূলত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ছড়িয়েছে অগস্ত্য-সুহানার প্রেমের গুঞ্জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, হল রুমে আলো-আঁধারির খেলা। অনেক অতিথি উপস্থিত রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে ঐশ্বরিয়ার ‘কাজরা রে’ গানটি। এ গানের সঙ্গে অনেকেই নাচছেন। সুহানা-অগস্ত্যকেও গানের সঙ্গে নাচতে দেখা যায়। মজার বিষয় হলো, অগস্ত্যর মা শ্বেতা বচ্চনকেও সুহানা-অগস্ত্যর পাশে নাচতে দেখা যায়। 

কস্টিউম ডিজাইনার মনীশ মালহোত্রা দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন। তাতে যোগ দিয়েছিলেন অগস্ত্য-সুহানা। ফ্যাশন ডিজাইনার সাক্ষী সিন্ধওয়ানিও এই দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন। তিনিও একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এ ভিডিওতে দেখা যায়, নীল রঙের শাড়ি পরেছেন সুহানা। তার হাতে পানীয়র গ্লাস, তার সঙ্গে নাচছেন অগস্ত্য। সেখানে শ্বেতা বচ্চনকেও দেখা যায়। এরপর পর থেকে সুহানা-অগস্ত্যর প্রেম নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।  

আরও পড়ুন

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। এ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্কের সূচনা। এ বিষয়ে একটি সূত্রটি বলেন-শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সুহানা-অগস্ত্য। নিজেদের ঘনিষ্ঠতা কখনো আড়াল করার চেষ্টা করেননি তারা। যদিও এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কের বিষয়টি আনতে চান না দু’জনের কেউ-ই। তবে ২০২৩ সালের আগস্টে ‘দ্য আর্চিস’ টিম এই জুটির প্রেমের বিষয়টি জেনে যায়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে দুয়োধ্বনির ঘটনায় ফেসবুকে যা বললেন নাঈম শেখ

প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা!

নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি

‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা মেসির, থাকছে যেসব ক্লাব

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভয়াবহ হুঁশিয়ারি রাশিয়ার