ইত্যাদি’র এবার কুড়িগ্রামের উলিপুরে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ জনজীবনের বিভিন্ন দিক দর্শকের সামনে তুলে ধরাই অনুষ্ঠানটির উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবারের 'ইত্যাদি' চিত্রায়ণ হয়েছে নদ-নদী বেষ্টিত, পলি গঠিত সমতল ভূমি ও চরাঞ্চল উত্তরাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। ১৫৭ বছরে প্রাচীন ঐতিহ্যবাহী 'উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ' মাঠে নির্মাণ করা হয়েছিল ইত্যাদির মঞ্চ।
'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন, মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। হানিফ সংকেত জানান, বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়া কুড়িগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই ভাওয়াইয়া লোকসংগীত সমৃদ্ধ কুড়িগ্রামের উলিপুরে ধারণকৃত 'ইত্যাদি'র এই পর্বে বার বার উঠে এসেছে জীবন ঘনিষ্ঠ এই গানের সাথে কুড়িগ্রামের সম্পৃক্ততা, এই গানের ঐতিহ্য, শিল্পী ও ইতিহাসের কথা। সেটা কখনও নাটিকায়, প্রতিবেদনে, গানে এবং ইত্যাদির নিয়মিত পরিবেশনায়।
অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাস গাঁথা নিয়ে রয়েছে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। নৃত্যটি পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। আর গানটি মনিরুজ্জামান পলাশের কথায় সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। চিলমারী বন্দরকে নিয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের গাওয়া বিখ্যাত গান 'ও কি গাড়িয়াল ভাই' তবে এই গানটি নতুন করে গেয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা গায়িকা সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। দর্শক পর্বের নিয়ম অনুযায়ী কুড়িগ্রামকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের দিয়ে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানকে নিয়ে একটি পর্ব করা হয়।
কর্তৃপক্ষ জানান, এবারের পর্বে থাকছে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কুড়িগ্রামের চিলমারীতে রিকতা আখতার বানু নির্মিত রিকতা আখতার বানু লুৎফা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়'র ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।
ভাওয়াইয়া সংগীতচর্চা ও নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অবদান রাখা প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন। নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামে রয়েছে প্রায় চার শতাধিক চর। এই চর ও চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সম্ভাবনা নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও ২০১১ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদিতে কুড়িগ্রামের একজন কর্ম উদ্যোগী যুবক আব্দুল কাদেরের ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এবারের ইত্যাদিতে থাকছে তার ওপর একটি ফলোআপ প্রতিবেদনসহ কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে রয়েছে একাধিক প্রতিবেদন। প্রতি পর্বের মতো এবারের বিদেশি প্রতিবেদনে দেখানো হবে সিঙ্গাপুরের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ-সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ।
অনুষ্ঠানে নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও তুলে ধরা হবে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গ নির্ভর নাট্যাংশ।এই অনুষ্ঠানটি আগামী ৩১ অক্টোবর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে।
মন্তব্য করুন