ওয়াইফাই ব্যবহার করা নিয়ে বগুড়ার সোনাতলায় মারপিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে। ওই গ্রামের লিজু মিয়ার ছেলে ও আঁধার আলো ইলেকট্রনিক্স এন্ড ফার্ণিচার শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক রকি আহমেদ স্থানীয় একটি বিরোধ মিমাংসা করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত রোববার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে মিলন মিয়ার সাথে রাজিব মিয়াদের ওয়াইফাই ব্যবহার করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মিলন মিয়ার স্ত্রী রুমা বেগম গুরুতর আহত হয়। এ বিষয়ে ঐদিনই থানায় অভিযোগ দাখিল করা হয়। পরের দিন সোমবার বেলা আনুমানিক পৌনে ১টার সময় দ্বিতীয় দফায় মারপিটের ঘটনা ঘটে।
এ সময় মিলন মিয়াসহ তার পরিবারের সদস্যদের পরিধেয় বস্ত্র শরীর থেকে সরে গেলে প্রতিপক্ষের লোকজন মোবাইল ফোন দিয়ে ছবি তোলার চেষ্টা করলে স্থানীয় আঁধার আলো ইলেকট্রনিক্স এন্ড ফার্ণিচার শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক রকি আহমেদ বাঁধা দেয়। এতে রাজিব মিয়া ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করলে তার আঙ্গুল কেটে যায়। পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনএবিষয়ে সোনাতলা থানার ওসি রওশন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন