চায়নায় স্বর্ণজয়ী রোলার স্কেটার পৃথিবীকে বগুড়ায় সংবর্ধনা প্রদান

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসে বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী দেশের পক্ষে ২টি স্বর্ণ পদক অর্জন করেছে। সোনা জয়ী এই স্কেটার আজ বুধবার (১৫ অক্টোবর) বগুড়ায় আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং-এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতায় ৫০০ মিটার ও ১০০০ মিটার স্পিড ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বাংলাদেশের প্রতিযোগী করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।
দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়াজুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত। পৃথিবী বগুড়ায় আসার পর সর্বস্তরের জনতা তাকে দেখার জন্য ছুটে আসেন।
আরও পড়ুনপৃথিবীর এই সাফল্যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্তরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশীদ শাইন, অফিস সহকারী মারুফ আহম্মেদ সুমন, জিহাদ আহম্মেদসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এদিকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র “পৃথিবী” চায়নায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দুটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান ও দৈনিক করতোয়া সম্পাদক অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পৃথিবী একদিন অলিম্পিক গেমস্ এ স্বর্ণ পদক লাভ করে দেশের জন্য গৌরব বয়ে আনবে।
মন্তব্য করুন