বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুত্তালিব মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আদমদীঘি থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের শিয়ালশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজনও আহত হন।
আদমদীঘি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক উপজেলার তেতুলিয়া গ্রামে দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসেবে আদমদীঘি বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে রাত ৯টায় বাড়ি ফিরছিলেন। তিনি বগুড়া-নওগাঁ মহাসড়কের শিয়ালশন মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে পথচারীসহ রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুনস্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বুকের একটি হাড় ভেঙে যায় বলে চিকিৎসক জানান। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ-সম্পাদক হোয়েতুল ইসলাম উজ্জল, মিহির সরকার, আনোয়ার হোমাইন, মোমেন খান, মিজানুর রহমান।
মন্তব্য করুন