ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার। ছবি : দৈনিক করতোয়া

বেড়া (পাবনা) প্রতিনিধি : বেড়া পৌর এলাকার সানিলা দক্ষিণপাড়া মহল্লায় বৃষ্টির পানির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘদিনের। এতে এলাকার প্রায় দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। মাঝারি বা ভারি বৃষ্টি হলেই স্থানীয়রা পানিতে ডুবে যায়। বসতবাড়ি, রাস্তাঘাট এবং মৌলিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে এখানে। জলাবদ্ধতা শুধু দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে না বরং স্বাস্থ্য ও শিক্ষাজীবনেও বিরূপ প্রভাব ফেলছে।

জানা যায়, সানিলা মহল্লা, বেড়া পৌর এলাকার একটি ঘনবসতি এলাকা। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেও মহল্লার রাস্তা ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। বসতবাড়িতে পানি প্রবেশ, নোংরা পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন নিয়মিত সমস্যা। যা প্রতিদিনের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মহল্লার প্রতিটি ঘরে পানি প্রবেশ করে। সানিলা দক্ষিণপাড়া মহল্লার পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষার পানি জমে যাচ্ছে। রাস্তা, গলি ও ফুটপাত সবই জলমগ্ন হয়ে যায়। শিশুরা স্কুলে যেতে পারে না। বৃষ্টির মৌসুম শুরু হলেই এলাকার মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়াও জলাবদ্ধতায় এলাকায় মশার প্রজনন ও ফাঙ্গাসজনিত রোগসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।

সানিলা দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা শিল্পী খাতুন বলেন, তার ছোট ছোট তিন সন্তান আছে। ঘরের মধ্যে পানি ঢুকে যাওয়ায় তাদের নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। দিনের চেয়ে রাতে অনেক বেশি কষ্ট হয়। বাথরুমসহ জরুরি প্রয়োজন মেটানোও খুবই কষ্টকর। এমনকি গভীর রাতে কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও নেই। এদিকে পানি বেশি দিন আটকে থাকায় সন্তানরা সর্দি-জ¦র ও চর্মরোগে আক্রান্ত হয়ে পড়ছে।

আরও পড়ুন

মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. নূর ইসলাম বলেন, জলাবদ্ধতা একটি বহুমাত্রিক সমস্যা। শুধু অবকাঠামোগত উন্নতি নয়, বৃষ্টির মৌসুমের জন্য পূর্বনির্ধারিত পরিকল্পনাও জরুরি। এ সমস্যা নিরসনে সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজিক সংগঠনগুলোকে মিলিতভাবে কাজ করতে হবে।

বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফিরোজুল আলম বলেন, সানিলা দক্ষিণপাড়া মহল্লার জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ড্রেনের মাস্টার প্ল্যান চলমান রয়েছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে সবচেয়ে বেশি জলাবদ্ধ এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ করা হবে। তবে সাময়িকভাবে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার

রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান না করে ফিরে গেলেন ডা. শামসুন্নাহার

নাটোরের চলনবিলে ব্রিধান-৭৫ আবাদে কৃষকের মাথায় হাত

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

পাবনা চাটমোহরের ইউএনও আরও দুইটি সোঁতিবাঁধ অপসারণ করলেন