ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাবনার চাটমোহরে ভুট্টাক্ষেত থেকে বিবস্ত্র ও মুখমন্ডল ঝলসানো শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে ভুট্টাক্ষেত থেকে বিবস্ত্র ও মুখমন্ডল ঝলসানো শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরের ভুট্টাক্ষেত থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টাক্ষেতের পাশে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তার মুখে ছিল পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন।

নিহত শিশু জুঁই পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার বিকেলে দাদার বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রামপুর বিলের একটি ভুট্টা খেতে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। এসময় তার মুখে পোড়া ক্ষত-বিক্ষত চিহ্ন ও পড়নের প্যান্ট গলায় পেঁচানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম ও বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান।

আরও পড়ুন

জুঁইকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে বলে ধারণা এলাকাবাসী ও স্বজনদের। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার ক্লু উদঘাটন ও জড়িতকে গ্রেফতারের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার