রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান না করে ফিরে গেলেন ডা. শামসুন্নাহার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান করতে পারলেন না বগুড়ার দুপচাঁচিয়া থেকে বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার। তিনি আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে এসে স্টাফদের তোপের মুখে পড়েন এবং পুলিশ ও সেনাবাহিনীর মধ্যস্থতায় স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্টাফদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গড়ে উঠা আন্দোলনের প্রেক্ষিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা হাসপাতাল থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
তার পদায়নের খবরে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গত রোববার থেকে ডা. শামসুন্নাহারের পদায়ন ঠেকাতে অবস্থান কর্মসূচির মাধ্যমে ডা. শামসুন্নহারের পদায়ন বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ডা. শামসুন্নাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রবেশ করেন।
তার যোগদান ঠেকাতে হাসপাতালের স্টাফ ও কমিউনিটি ক্লিনিকের কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের সাথে ডা. শামসুন্নাহারের সমর্থকদের বাকবিতন্ডা শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের সাথে আলোচনা করেন। এরপরই ডা. শামসুন্নাহার যোগদান না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে চলে যান।
আরও পড়ুনএ বিষয়ে ডা. শামসুন্নাহার বলেন, স্বাভাবিক নিয়মে কর্মস্থলে যোগদান করতে এসেছিলাম কিন্তু কেন বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে জানি না। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কারো সাথে আমার কোন বিরোধ নেই। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) এম.এ হালিম জানান, ডা. শামসুন্নাহার এর যোগদানকে কেন্দ্র করে স্টাফরা প্রতিবাদ জানিয়েছেন।
একাধিক স্বাস্থ্যকর্মী জানান, বগুড়ার দুপচাঁচিয়া হাসপাতালে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে স্টাফসহ সাধারণ মানুষের সাথে অসদাচরণ করা এবং বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এক পর্যায়ে দুপচাঁচিয়ার লোকজন আন্দোলনে নামলে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়।
মন্তব্য করুন