ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নওগাঁর আত্রাইয়ে সিদ্ধেশ্বরী-পাহাড়পুর সড়কের বেহাল দশা 

নওগাঁর আত্রাইয়ে সিদ্ধেশ্বরী-পাহাড়পুর সড়কের বেহাল দশা 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বেহাল দশা হয়ে রয়েছে। ফলে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে।

জানা যায়, রাণীগর উপজেলার মিরাট ও আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে ওই অঞ্চলের লোকজনের বিভাগীয় শহর রাজশাহীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে।

এদিকে সড়কটি সংস্কারের নামে খনন করে মরণফাঁদে পরিণত করা হয়েছে। এলাকাবসীর অভিযোগ সংস্কার কাজে মন্থরগতি ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও এ সড়কের পাশে রয়েছে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

আরও পড়ুন

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক আনোয়ার হোসেন বলেন, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ রাস্তা দিয়ে চলচল করতে হয়। বৃষ্টি মৌসুমে রাস্তাটিতে অনেক কাদা হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, বিভিন্ন কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সংস্কার কাজ বিলম্বিত হতে পারে। তবে জনদুর্ভোগ লাঘবে কাজে গতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রাকিবুল হাসান বলেন, রাস্তাটির কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অল্পদিনের মধ্যেই এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার