চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পুনরায় বাংলাদেশে ফেরত আসার পথে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মো. এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭), একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) ও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. ছাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।
বিজিবি জানায়, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০১/৫৯ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা অনুমতি ছাড়া নদীপথে নৌকাযোগে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির একটি টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় গ্রেফতার করে। এসময় তাদের কাছে বাংলাদেশি সিমসহ ৩টি মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রুপী পাওয়া যায়।
আরও পড়ুনআজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করে গ্রেফতারকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন