ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: এখন জনগণের সামনে সুযোগ এসেছে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার। আগামি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে কেউ জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে পারবেনা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে গণসংযোগকালে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে রণবীরবালা এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতা-কর্মী ও স্থানীয় জনগণ এতে অংশ নেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন সাবেক এমপি গোলাম মো. সিরাজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী ও জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা।
আরও পড়ুনসমাবেশে গোলাম মো. সিরাজ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসিনার পতন হয়েছে। সরকার ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া বিনষ্ট না করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুবদল নেতা আশরাফুদৌল্লা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাহ কাউসার কলিন্স ও ছাত্র নেতা আরমান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন