গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাটখোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সবুজ নামে এক বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন। এসময় একটি বাল্কহেট, দু’টি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালোপাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি জব্দ করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনজানা গেছে, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করুন