ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টর : হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহীন বলেন বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতি একটি ঐতিহ্য বার সমিতি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন। এজন্য বিচার বিভাগকে স্বাধীন বিচার বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বর্তমানের প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য স্বতন্ত্র ও স্বাধীন সচিবালয় স্থপনের উদ্যোগ গ্রহনসহ বেশ কিছু সংস্কারের ব্যবস্থা করেছে।

রুল অফ ল প্রতিষ্ঠা হলে বিচার প্রার্থীরা সুফল পাবে। তিনি বলেন দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচার হয়ে যাওয়া ওই টাকা ফেরত এনে দেশকে বিনির্মান করতে হবে। এজন্য দেশের প্রত্যেক নাগরিককে সচেতন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আইন পেশায় ভালো আইনজীবী হতে হলে আইনজীবীদেরকে আইনের উপর পড়শুনা করতে হবে। বিচার বিভাগের মর্যদা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

হাইকোর্টের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীনের বগুড়া বারে শুভগমন উপলক্ষে বগুড়া জেলা এ্যাডভোকটস্ বার সমিতির উদোগে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার সমিতির গওহর আলী ভবনে সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারের  বারের সিনিয়র সদস্য সাবেক এমপি একেএম হাফিজুর রহমান, সাবেক মেয়র একেএম মাহবুবর রহমান, বারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বার কাউন্সিলের সদস্য জিপি মো. শফিকুল ইসলাম টুকু, গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী খান, একেএম সাইফুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল নং ২ এর পিপি মোজাম্মেল হক প্রমুখ আইনজীবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার পিপি মো. আব্দুল বাছেদ।

আরও পড়ুন

এদিকে আমাদের ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিষ্টার আনোয়ারুল ইসলাম শাহীন মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট প্রেস ক্লাব কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় করেছেন।

ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এবং ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বী মানু, সদস্য বাবুল ইসলাম, রাসেল মাহমুদ, ইমদাদুল হক ইমরান, সাংবাদিক আশিক আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন