গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনে ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাইসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে এটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ সিটির নগরভবনে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এসময় উপস্থিত ছিলেন। রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুনডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, এই ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরা।
মন্তব্য করুন