বগুড়ার কাহালুতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ভটভটি উল্টে আমিনুল ইসলাম শেখ ওরফে আম্বু (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টার দিকে কাহালু-বগুড়া সংযোগ সড়কে উপজেলার মুরইল ইউনিয়নের শিতলাই ক্লাব ঘরের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম শেখ উপজেলার জয়তুল মধ্যেপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন ওরফে গদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসাী আমিনুল আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ৩টি গরু ভটভটিতে নিয়ে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা হাটে বিক্রির জন্য কাহালু-বগুড়া সংযোগ সড়ক দিয়ে যাওয়ার পথে উল্লিখিত স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি সড়কের পাশে উল্টে যায়।
এতে ভটভটির ওপরে বসে থাকা আমিনুল ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
আরও পড়ুনএছাড়া এ ঘটনায় সাথে থাকা তার সহযোগী একই গ্রামের আইয়ুব গুরুতর আহত হন। তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। কাহালু সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন