ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতালে  সম্প্রসারণ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদ শূন্য থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে পশু চিকিৎসা কার্যক্রমের বিঘ্ন ঘটছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপতাল সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ ১১টি পদ রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান চিকিৎসার জন্য দুই মাসের ছুটিতে ভারতে রয়েছেন। এছাড়াও সম্প্রসারণ কর্মকর্তা পদটি শূন্য। ভেটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট (ভিএফএ) তিনটি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন।

দীর্ঘদিন যাবৎ দু’টি পদ শূন্য। ড্রেসার, গুরুত্বপূর্ণ অফিস সহকারী কাম-কম্পিউটার ও পিয়নের পদ শূন্য। উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৩৫২টি মুরগি খামারি, ১১ হাজার ২৫৭টি গরু ও ৭০ হাজার ২৭৩টি ছাগল রয়েছে। বর্তমানে গরু ল্যাম্পি স্কিনসহ ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ভেটেরিনারি সার্জন একা এসব চিকিৎসা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন। ফলে পশু চিকিৎসা কার্যক্রম চরম ব্যহত হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোনামী রহমান উর্মি জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান চিকিৎসাজনিত কারণে দুই মাসের ছুটিতে ভারতে রয়েছেন। ফলে তাকে একাই দু’টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে অসুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগির চিকিৎসা সেবা প্রদান করতে কিছুটা বিঘ্ন ঘটছে। তারপরও তিনি যথাযথভাবে চিকিৎসা প্রদান অব্যহত রেখেছেন।

আরও পড়ুন

অফিসের গুরুত্বপূর্ণ অফিস সহকারী কাম-কম্পিউটার পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রমের চরম বিঘ্ন ঘটছে। অফিসিয়াল চিঠি পত্র লেখালেখিসহ বিভিন্ন কাজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়াও ভেটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট (ভিএফএ) তিনটি পদে মধ্যে একজন মহিলা কর্মরত রয়েছেন।

সেক্ষেত্রেও কাজের বিঘ্ন ঘটছে। গুরত্বপূর্ণ পিয়ন পদটি শূন্য থাকায় অফিসের সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অতিথি আপ্যায়নসহ চিঠি-পত্র আদান প্রদান সকল ধরনের কাজ নিজেদেরকেই করতে হচ্ছে। এতে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রমের কিছুটা বিঘ্ন ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার

রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান না করে ফিরে গেলেন ডা. শামসুন্নাহার

নাটোরের চলনবিলে ব্রিধান-৭৫ আবাদে কৃষকের মাথায় হাত

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

পাবনা চাটমোহরের ইউএনও আরও দুইটি সোঁতিবাঁধ অপসারণ করলেন