নিজ এলাকার মানুষের জন্য শরিফুলের অনন্য উদাহরণ

স্পোর্টস ডেস্ক: অনবদ্য পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। পুরস্কারের এই টাকার পুরো অর্থই নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতায় কাজে লাগাবেন বলে জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। ভবিষ্যতেও যতবার ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ একই কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন এ পেসার।আজ (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শরিফুল লেখেন, আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।
আরও পড়ুনতিনি আরও লেখেন, আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ১১ রানের অপরাজিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শরিফুল। এতে পাঁচ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
মন্তব্য করুন