ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল সুন্দরগঞ্জের প্রতিবন্ধী শিশু মনির

পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল সুন্দরগঞ্জের প্রতিবন্ধী শিশু মনির

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্র্রামের প্রতিবন্ধী শিশু মনিরুজ্জামান মনির। এতে তার পৃথিবীর আলো-বাতাস সহজে দেখা ও চলাফেরার স্বপ্ন পূরণ হলো। গতকাল মঙ্গলবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া তার ব্যক্তিগত অর্থায়নে এ হুইল চেয়ারটি প্রদান করেন।

প্রতিবন্ধী ছেলের জন্য রিকশাচালক বাবার হুইল চেয়ারের আকুতি, সাড়া মেলেনি কারও শিরোনামে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেন, পত্রিকার মাধ্যমে এ পরিবারের অসহায়ত্বের বিষয়টি জানতে পারি।

এতে ভীষণভাবে আমি মর্মাহত হই এবং ঢাকা থেকে নিজেই হুইল চেয়ার নিয়ে চলে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে-যেখানেই অসহায় মানুষের খবর পাওয়া যাবে, সাথে সাথে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ সেই কাজে অংশ নিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

প্রতিবন্ধী শিশুর বাবা আলতাব হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। আপনার এ দয়ার কথা কখনও ভুলবো না আমরা। নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করবো-তিনি যেন আপনার ভালো করেন এবং মনের আশা পূরণ করেন। এসময় জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান রাজু, বিএনপি নেতা শান্তি সরকার, রেজাউল করিম সরকার রাজু, ইঞ্জিনিয়ার রুবেল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা যায়, জন্মগতভাবে প্রতিবন্ধী মনিরের বয়স এখন ১২ বছর। তার বাবা আলতাব হোসেন দীর্ঘ ৩০ বছর ধরে ঢাকায় রিকশা চালান। ৪ শতাংশ বসতবাড়ির জমি ছাড়া আর কোনো সম্পদ নেই তাদের। জন্মের পর থেকে অনেক চিকিৎসকের শরণাপন্ন হলেও মনির সুস্থ হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের সময় পুষ্টির ঘাটতির কারণে সে এ অবস্থায় পড়েছে। এখনও প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হয়। দুধ ও ওষুধ মিলে প্রতি মাসে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ওষুধ বন্ধ হলে শিশুটি খিঁচুনিতে আক্রান্ত হয়, কান্না শুরু করে এবং হাত-পা শক্ত হয়ে যায়। আর্থিক অস্বচ্ছলতার কারণে হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না পরিবারটির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা