বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আলভী আমিন নামের এক সহপাঠি কর্তৃক ধর্ষণের শিকার হয়ে স্কুল ছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলভী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আলভী আমিন একই গ্রামের স্কুল ছাত্রীর সঙ্গে লেখাপড়া করে। গত ৩১ জানুয়ারি আলভীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে নোট বই দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করায় স্কুলছাত্রী অন্ত:সত্ত্বা হলে তাকে বিয়ের জন্য চাপ দেয়।
এত সে বিয়ে না করতে নানা তালবাহানা শুরু করলে আট মাস অতিবাহিত হয়ে যায়। বিষয়টি জানা জানি হলে গতকাল মঙ্গলবার রাতে ধর্ষিতা নিজেই বাদি হয়ে আলভি আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত থেকে মামলাটি শেরপুর থানায় রেকর্ডের নির্দেশ দেন।
আরও পড়ুনমামলা রেকর্ডের পর এস আই সাইফ ও এস আই সিয়াম অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে আসামি আলভী আমিনকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ধর্ষণ মামলায় আলভী আমিনকে রাতে গ্রেফতার করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন