গাইবান্ধার ফুলছড়িতে নদী ভাঙন থেকে বসতবাড়ি আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙনকবলিত এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েকশতাধিক ভুক্তভোগী মানুষ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ, বিএনপি নেতা ফারুক মিয়া প্রমুখ।
আরও পড়ুনএসময় তারা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও প্রতিরোধে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অবিলম্বে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি স্থায়ী প্রতিরোধ প্রকল্প গ্রহণের দাবি জানান বক্তারা।
মন্তব্য করুন