ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

পূজা মণ্ডপে অর্থ সহায়তা দিলেন এমপি প্রার্থী ফাইয়াজ হাসান বাবু

পূজা মণ্ডপে অর্থ সহায়তা দিলেন এমপি প্রার্থী ফাইয়াজ হাসান বাবু

ডেস্ক রিপোর্ট: জননেতা তারেক রহমানের পক্ষ হতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে  আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। অষ্টগ্রামে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু একজন মূলধারার রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করে মন্ডপগুলোর নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।  নগদ অর্থ পেয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ  উদ্যোগকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। 

স্থানীয়রা মনে করছেন,  ধর্মীয় উৎসবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।  এ ধরনের উদ্যোগ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে না বরং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সহযোগিতার পথও প্রশস্ত করে।   

আরও পড়ুন

এ বিষয়ে  এমপি প্রার্থী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমি জনগণের পাশে থেকে এভাবেই কাজ চালিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, তথ্য বিষয়ক সম্পাদক রাজিব হাসান খান, কৃষক দলের আহবায়ক মোঃ ইউনুস আলী,  সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, মৎজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান, তাঁতী দলের আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান,  ছাত্রদের যুগ্ম আহ্বায়ক তফসিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা