মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার
_original_1758722845.jpg)
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (CPC)-এর সহযোগিতায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে একটি ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনারের আয়োজন করে।
সেমিনারটি সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর (আইসি) অধ্যাপক ড. আব্দুর রব খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব রূপ রতন পাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. আহসান-উজ জামান।
সেমিনারটি সঞ্চালনা করেন CPC-এর পরিচালক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুনএছাড়াও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং-এর প্রধান ও চিফ ব্যাংক্যাশিওরেন্স অফিসার (CBO) জনাব মো. রাশেদ আকতার এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং-এর ম্যানেজার জনাব মোহাম্মদ ফারুক উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে শিক্ষার্থী ও ভবিষ্যৎ পেশাজীবীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় জ্ঞান অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থায়নের অ্যাক্সেস সম্পর্কে তাদের সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগটি তরুণ প্রজন্মকে আর্থিক শিক্ষা ও অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নে মিডল্যান্ড ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন। ব্যাংকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তার পণ্য ও পরিষেবা প্রদর্শনের জন্য ২২-২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এনএসইউ ক্যাম্পাসে একটি বুথও স্থাপন করে।
মন্তব্য করুন