ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

ভৈরবে এক বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার

ভৈরবে এক বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রানীর বাজার এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা গেছে, জনি বিশ্বাস তার পরিবার নিয়ে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

আরও পড়ুন

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, বিকাল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্রুব’ থেকে আজ প্রকাশ পাচ্ছে জয়ের ‘ফিরবে না’

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

পতিত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তারেক রহমান