নগদ অর্থ পরিবহন সেবা নিশ্চিতে জি৪এস সিকিউর সল্যুশন্স, প্রটেকশন ওয়ান ও অর্নেট লজিস্টিক্স এর সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

নিরাপদে নগদ অর্থ পরিবহন সেবা নিশ্চিতে জি৪এস সিকিউর সল্যুশন্স বাংলাদেশ (পি) লিমিটেড, প্রটেকশন ওয়ান (প্রাইভেট) লিমিটেড ও অর্নেট লজিস্টিক্স লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ জুলকার নাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ, জি৪এস সিকিউর সল্যুশনস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুমান মাহমুদ, প্রটেকশন ওয়ান (প্রাঃ) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর এম. আলাউদ্দিন চৌধুরী (অব.) এবং অর্নেট লজিস্টিকস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আব্দুল্লাহিল কাফি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুনএ চুক্তির আওতায়, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো ব্যাংক এশিয়ার পক্ষে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের শাখা এবং ব্যাংক এশিয়ার বিভিন্ন শাখায় নগদ অর্থ সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত যাবতীয় পরিবহন সেবা নিশ্চিত করবে।
মন্তব্য করুন