ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে একটি কল আসে। আত্রাই উপজেলার এসিল্যান্ডের পরিচয় দিয়ে চৌকিদারকে বলা হয়, ভবানীপুর বাজারের কয়টি মিষ্টির দোকান আছে।

পরে চৌকিদারের মোবাইল ফোনেই মিষ্টি ব্যবসায়ীদের সাথে কথা বলে ৬ জন মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে এসিল্যান্ড পরিচয়দানকারি চক্রটি। ভবানীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন বলেন, চৌকিদার নকুল আমাকে মোবাইল ফোন ধরিয়ে দেন।

অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে আমার কাছে টাকা দাবি করেন। আমি সরল মনে ৩ হাজার ২শ’ টাকা দিয়ে দিই। এভাবে বাজারের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ২শ’ টাকা গ্রহণ করে।

আরও পড়ুন

চৌকিদার নকুল বলেন, এসিল্যান্ড পরিচয় দেয়ায় আমি তার কথা মত ০১৮৬০-৪৯২৩১৯ নম্বরে টাকা বিকাশে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এটি প্রতারক চক্রের কাজ। ওই নম্বরটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আমি বিষয়টি ইউএনওকে অবহিত করেছি। তার নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

জয়পুুরহাটের বাগজানায় গৃহবধূর প্রাণ রক্ষা করলেন রেলওয়ের গেটম্যান

রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন বগুড়া জেলা

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যুক্ত হলো ৭টি বাস

দর্শকপ্রিয় হয়ে উঠেছেন সাহেলা আক্তার

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার