ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু।

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যে কজন শিল্পীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আজ ১৬ আগস্ট তার জন্মদিন।
 
১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। তবে ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। বেঁচে থাকলে আজ তিনি ৬৩ বছরে পা রাখতেন।
 
বাংলাদেশে ব্যান্ডসংগীতের বিস্তার ও জনপ্রিয়তায় আইয়ুব বাচ্চুর অবদান অনন্য। নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবি–র মাধ্যমে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তার হাত ধরে নব্বই দশকের তরুণ প্রজন্ম নতুনভাবে ব্যান্ডসংগীতকে চিনতে শুরু করেছিল।
 
‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’—এসব গান সময় পেরিয়ে আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে বাজে। বলা চলে, এগুলো ইতিমধ্যেই চিরসবুজ হয়ে উঠেছে।
 
শুধু ব্যান্ডসংগীত নয়, একক ক্যারিয়ারেও তিনি পেয়েছিলেন ব্যাপক সাফল্য। ‘রক্তগোলাপ’ দিয়ে শুরু, এরপর ‘ময়না’ অ্যালবাম তাকে আরও জনপ্রিয় করে তোলে। আর ১৯৯২ সালে প্রকাশিত দেশের প্রথম ডাবল অ্যালবাম এলআরবি ১ ও এলআরবি ২ এবং ১৯৯৩ সালে প্রকাশিত সুখ অ্যালবাম তাকে নিয়ে যায় এক ভিন্ন উচ্চতায়।
 
আইয়ুব বাচ্চুর শিল্পীজীবন ছিল বহুমাত্রিক। আধুনিক গান, লোকগীতি, চলচ্চিত্রের গান—সব ক্ষেত্রেই রেখেছেন স্বকীয় ছাপ। ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক—একজন পূর্ণাঙ্গ সংগীতশিল্পী।
 
জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি ছিলেন সহজ-সরল ও সাধারণ মানুষের কাছাকাছি। জীবনের শেষ পর্যন্ত তিনি চাইতেন একজন ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে। তাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ।
 
আজও হাজারো ভক্ত তাকে স্মরণ করছেন নানা উপায়ে। তিনি শারীরিকভাবে নেই, তবুও তার গান, সুর আর সেই কিংবদন্তি রূপালী গিটার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন