ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি, প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখা-এর উদ্যোগে আজ শনিবার শিশুদের নিয়ে আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশুদের শারীরিক বিকাশ, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ আয়োজনে অর্ধশতাধিক শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার পরিচালক কামরুজ্জামান সুমন-এর ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক আবু তাহের-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শিশুদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান এবং মাহফুজুর রহমান। তারা শিশুদের সাথে সময় কাটান এবং অভিভাবকদের সাথেও মতবিনিময় করেন। তাদের বক্তব্যে উঠে আসে শিশুদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব। তারা বলেন, ফুলকুঁড়ি আসর শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং শিশুদের নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও নিয়মিতভাবে কাজ করছে।

আরও পড়ুন

কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন শাখার অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি এবং অর্থ সম্পাদক মোমিনুল ইসলাম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি