ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো  রিপোর্ট।
আদমদীঘি (বগুড়া): সকালে আদমদীঘি চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালশন কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে শেষ হয়। উৎসব উদযাপন কমিটির সভাপতি বাদল কুমার মৈত্রের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন. থানার এসআই তরিকুল ইসলাম, এসআই হাবিব, বিএনপি নেতা ও সাংবাদিক খোন্দকার মেহেদী হাসান, চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও পূজা উদযাপন ফ্রন্ট নেতা কানাই চন্দ্র প্রামানিক, মৃনাল কুমার সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা নিতীশ চন্দ্র পাল, মোহন্ত সরকার, উদয় সরকার, ভুষন সরকার, মদন সরকার, ব্যাটেল মৈত্র, বলাই কুন্ডু, সুভাষ সরকার, জগাই কুন্ডু, হারান চন্দ্র প্রমুখ। অপর দিকে সান্তাহার রাধামাধব মন্দির ও সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক ওই দুটি মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সান্তাহার রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক উত্তম ভৌমিকসহ শত শত ভক্তবৃন্দ।
পাঁচবিবি (জয়পুরহাট): পাচবিবিতে বেলা ১১ টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে সংগঠনের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শামীম হোসেন মন্ডল,পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়,সহ-সভাপতি ভরত প্রসাদ গোয়ালা,অধ্যাপক সুর্দশন সরকার ও ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু নিশিপদ দাস প্রমুখ। সভাশেষে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
নন্দীগ্রাম (বগুড়া) : নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকালে পৌর এলাকার হিন্দু পাড়া রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। পরে মন্দির প্রাঙ্গনে পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন। আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার ও পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দি মদন মোহর মন্দির এবং পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে পৃথক শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র সরকার, বাবু অরুণাংশু কুমার সাহা, দিলীপ কুমার সাহা, সুনিল কুমার প্রামাণিক প্রমুখ। 
শাজাহানপুর (বগুড়া): শাজাহানপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে মাঝিড়া কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের আয়োজনে সকাল সাড়ে ১১টায় মন্দির চত্বর শোভাযাত্রা বের হয়।  ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় মাঝিড়া কালী মন্দিরে ফিরে আসে। এতে অংশ নেন পুজা উদ্যাপন পরিষদ শাজাহানপুর উপজেলা সভাপতি তপু কুমার সরকার তাপস, সেক্রেটারী মানিক চন্দ্র সরকার, সহ-সভাপতি সুকুমার রায় বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাজাহানপুর উপজেলা সভাপতি প্রতাপ মিত্র, সেক্রেটারী বলরাম দাস, মাঝিড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সেক্রেটারী দুলাল চন্দ্র সাহা, অশোক কুমার বর্মণ, বাবলু ঘোষ প্রমুখ। 
শিবগঞ্জ (বগুড়া):  শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা বানাইল শিব মন্দির চত্বরে বানাইল কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি বাবু রাম নারায়ন কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, বানাইল কেন্দ্রীয় শিব মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত, ডাক্তার মোহন লাল কানু, প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়, নয়ন সরকার, উৎপল কুমার মোহন্ত, উত্তম কুমার মোহন্ত, সাংবাদিক পবন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, উপজেলা পূজাউদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল চন্দ্র সরকার।
গাবতলী (বগুড়া) : জন্মাষ্টমী উপলক্ষে গাবতলীতে পূজা উদ্যাপন ফ্রন্ট গাবতলী শাখার আয়োজনে পাইলট স্কুল সভা কক্ষে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। পূজা উদ্যাপন ফ্রন্ট বগুড়া শাখার যুগ্ম-আহবায়ক চঞ্চল কুমার দেবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, হারুনুর রশিদ হারুন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি ভীম সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি রনজিৎ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সভাপতি অলোক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল হাসান রুহিন, আব্দুল হালিম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসকিন, গোপাল চন্দ্র দেব, উত্তম রায়, বিশু প্রামানিক, রতন রায়, ধীরেন রাজভর, অজয়, অমর, রনি, উজ্জল, শাওন, বিক্রম, রিপন রায়, সুকেন চন্দ্র রায় প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : জন্মাষ্টমী উপলক্ষে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সকালে এক আলোচনা সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুু প্রমুখ। 
অপরদিকে উপজেলার তালোড়ায় সার্বজনীন সনাতনী সংঘের আয়োজনে লক্ষ্মী নারায়ন রাধাকৃষ্ণ মন্দির হতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে তালোড়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংঘের সভাপতি সুভাষ প্রসাদ কানু, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাসসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিকেলে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট (বগুড়া) : জন্মষ্টমী উপলক্ষে সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাবেক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, গৌতম কুমার সাহা, নৃপেন্দ্র নাথ সরকার, ধুনট পৌর মহা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা, পূজা উদ্যাপন কমিটির নেতা সাধন কুমার সাহা, মনোহর চন্দ্র ঘোষ, নিরঞ্জন কুমার সরকার, শিপন চন্দ্র দাস, হৃদয় কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, বাংলাদেশ আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠি বগুড়া জেলা শাখার সভাপতি কার্তিক কুমার বানাই ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ সকল ভক্তবৃন্দ।
কাহালু (বগুড়া): কাহালু উপজেলা পূজা উদযাপন পরিষষদের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভাসহ গীতা পাঠ,কীর্ত্তন ও ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়। 
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক সাবেক এম’পি মো.মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি মো.আনিছার রহমান আনিছ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,উপজেলা মহিলাদলের সভাপতি মমতা আরজু কবিতা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ সরকার,সহ-সভাপতি প্রশান্ত কুমার পাল,সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র শীল,উপজেলা সনাতন সংঘের সভাপতি ভুপেন্দ্র নাথ পাল পদো,সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার রবিন প্রমুখ। 
অপর দিনটি পালন উপলক্ষে উপজেলার গিরাইল গ্রামের হিন্দু ধর্মীয় মানুষের পক্ষ থেকে কাহালু উপজেলা সদরে শোভাযাত্রা করা হয়।    
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জন্মাষ্টমী উপলক্ষে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়ে। অনুষ্ঠানের ঊদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিরষদের আহ্বায়ক এড. নন্দ কিশোর আগরওয়ালা।
বারোয়ারী মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. হৃষিকেশ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার। বিশেষ অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, এড. মামুন। আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক এড. স্বপন তালুকদার প্রমুখ। শেষে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় বারোয়ারী মন্দিরে এসে শেষ হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট): জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির হতে এক শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা । আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার রায়, সম্পাদক শিমুল চাকী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গৌতম নন্দী, সম্পাদক সুকমলসহ সনাতন ধর্মের অনুসারী সহস্রাধিক পুরুষ ও মহিলা ভক্তবৃন্দ।
সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাতলা রাম নারায়ন বিহানী সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা। এতে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক বিকাশ স্বর্ণকার। আরও বক্তব্য রাখেন, গৌতম কুমার সাহা, দিপঙ্কর সাহা, বলাই চন্দ্র সাহা, বিপুল চন্দ্র, নয়ন চন্দ্র, বিধান চন্দ্র, প্রশান্ত চন্দ্র, নিবারণ সাহা, শিশির সাহা, এস আই গৌতম চক্রবর্তী, শিমুল দাস প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি