ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

বিপাসার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল

বিপাসার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও খবরের শিরোনামে, তবে এবার সিনেমার কারণে নয় বরং বিতর্কিত এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি তার পুরোনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়, যেখানে সহঅভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর গত ১৪ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে লেখেন, তার শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে তার বার্তা ছিল পরোক্ষভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া পুরনো সেই ভিডিওতে ম্রুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তা হলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, '১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকি মজার ছলেও সেটা কাউকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি জানি সে রকমই হয়েছে, আর তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।'

আরও পড়ুন

 

তিনি আরও লেখেন, ‘আমার উদ্দেশ্য কখনও কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটা এক মজার আলাপচারিতা ছিল, যেটার মাত্রা ঠিক ছিল না। কিন্তু আমি বুঝি, সেটা কেমন শোনাচ্ছিল। আমি সত্যিই বুঝলে, আমি অন্যভাবে কথা বলতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।

এদিকে সম্প্রতি ম্রুণাল খবরের শিরোনামে এসেছিলেন ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে। তারপর এই পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ার কারণে ক্ষমা চাইতে হলো এই নায়িকাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বিএনপি একমাত্র দল এদেশের হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে”

রংপুরে বাড়িতে ডাকাতি

ইটনায় নালায় পড়ে শিশুর মৃত্যু

রাজশাহীতে অভিযানে ৩ জন আটক অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

স্মরণশক্তি বৃদ্ধির কিছু কার্যকর উপায়

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত