আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ
_original_1757334550.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়েস্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে রেল কর্মকর্তা ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুনএ বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিগন্যাল লাইন সচল ছিল না। এক পর্যায়ে সাড়ে চার ঘণ্টা পর লাইন সচল করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রেন ম্যানুয়াল সিগনালিং এর মাধ্যমে চলাচল করানো হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন