বগুড়ার দুপচাঁচিয়ায় দুই চোরসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে চুরি মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে চুরি মামলায় উপজেলা গুনাহার ইউনিয়নের পাচোষা গ্রামের মৃত ছামাদ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৩৩), খাগরা গ্রামের ওসমান আলীর ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৪), এছাড়াও পুলিশ গ্রেফতারী পরোয়ানামূলে তালোড়া নওদাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন